নিজস্ব প্রতিবেদন : উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনে প্রায় পৌনে ৫ লাখ ভোটে জয় পেল তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী অনুপম মল্লিককে ৪ লাখ ৭৪ হাজার ৫৪২ ভোটে হারিয়ে জয় হাসিল করলেন তৃণমূলের সাজেদা আহমেদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভোটগণনা শেষ হলে দেখা যায় তৃণমূল প্রার্থী সাজেদা আহমেদের মোট প্রাপ্ত ভোট ৭ লাখ ৬৭ হাজার ২১৯। বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের ঝুলিতে গেছে ২ লাখ ৯৩ হাজার ১৮টি ভোট। ১ লাখ ৩৮ হাজার ৭৯২টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী সাবিরুদ্দিন মোল্লা। চতুর্থস্থানে রয়েছেন কংগ্রেসের মোদাস্সর হোসেন ওয়ারসি। তাঁর প্রাপ্ত ভোট মাত্র ২৩ হাজার ১০৮।


উলুবেড়িয়া উপনির্বাচনে প্রথম থেকেই ব্যবধান বাড়িয়ে জেতার পক্ষে আত্মবিশ্বাসী ছিল তৃণমূল। ফল বেরতেই দেখা গেল গতবারের থেকে ব্যবধান বেড়েছে ২ লাখের উপর। ২০১৪ লোকসভা নির্বাচনে তৃণমূল পায় ৫ লাখ ৭০ হাজার ৭৮৫টি ভোট। দ্বিতীয় স্থানাধিকারী সিপিএমের সাবিরুদ্দিন মোল্লা পেয়েছিলেন ৩ লাখ ৬৯ হাজার ৫৬৩টি ভোট। অর্থাত্ গতবার জয়ের ব্যবধান ছিল ২ লাখ ১ হাজার ২২২ ভোট। এবার সেই ব্যবধান আরও ২ লাখ ৭৩ হাজার ৩২০ ভোট বাড়ল।


অন্যদিকে, ২০১৪ লোকসভা নির্বাচনে ১ লাখ ৩৭ হাজার ১৩৭টি ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল বিজেপি। কিন্তু এবার তৃতীয় স্থানে নেমে এসেছে সিপিএম। বদলে দেড় লাখের উপর ভোট বাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। সেইসঙ্গে গতবার ৬৭ হাজার ৮২৬টি ভোট পেয়ে চতুর্থ স্থানে থাকা কংগ্রেসের ভোট এবার আরও কমেছে।


আরও পড়ুন, নোয়াপাড়ায় 'অর্জুনের লক্ষ্যভেদ', তৃণমূলের জয়ের ৫টি কারণ


একদা লাল দুর্গ বলে পরিচিত উলুবেড়িয়া ২০০৯ সালে বামেদের হাতছাড়া হয়। ২০০৯ লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে জয়ী হন তৃণমূল কংগ্রেসের সুলতান আহমেদ। এরপর ২০১৪ লোকসভা নির্বাচনেও আসনটি ধরে রাখে তৃণমূল। উলুবেড়িয়া থেকে ফের সাংসদ নির্বাচিত হন সুলতান আহমেদ। তাঁর মৃত্যুতে এই আসনে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে।