তৃণমূল করার অপরাধে খুনের চেষ্টা বিজেপি কর্মীর, উত্তপ্ত ভাঙড়
তৃণমূল কংগ্রেস করার অপরাধে গলায় দাঁ-এর কোপ দেওয়ার চেষ্টা। অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার বেঁওতা গ্রামে। আহত ব্যক্তি নবকুমার মণ্ডল বেঁওতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যরা স্বামী।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কংগ্রেস করার অপরাধে গলায় দাঁ-এর কোপ দেওয়ার চেষ্টা। অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার বেঁওতা গ্রামে। আহত ব্যক্তি নবকুমার মণ্ডল বেঁওতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যরা স্বামী।
জানা গিয়েছে, বুধবার বাড়ির সামনে উঠোনে কাজে ব্যস্ত ছিলেন নবকুমার মণ্ডল। অভিযোগ, আচমকাই প্রবীর সিং নামে স্থানীয় এক বিজেপি কর্মী দাঁ নিয়ে তাঁর ওপর হামলা চালায়। প্রথমে তিনি সরে যান, তাঁর স্কুটি ভাঙচুর করে প্রবীর। এরপর দাঁ নিয়ে তাঁর গলায় কোপ দেওয়ার চেষ্টা করেন।
বৃহস্পতিবার বাগডোগরায় আসছেন বিমল, আত্মসমর্পণের জল্পনা
তিনি তাঁকে ঠেলে সরিয়ে দিলে, হাতে ও বুকে দাঁ-এর কোপ লাগে। পরে তাঁর আর্তনাদে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় প্রবীর। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রথম দফার ভোটে ব্যবহার করা হবে দার্জিলিং ও জঙ্গলমহলে মোতায়েন বাহিনীকে
ঘটনার কথা জানতে পেরে হাসপাতালে যান ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আরাবুল ইসলাম, অহিদুল ইসলাম, মনিরুল ইসলামরা। আরাবুল ইসলাম বলেন, ''এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করতে হবে।'' নবকুমার মণ্ডল ও তাঁর পরিবার কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।