সুলতানপুর গ্রামে গুলির লড়াইয়ে তৃণমূল কর্মীর মৃত্যু
ওয়েব ডেস্ক: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের নানুর। সুলতানপুর গ্রামে গুলির লড়াই। এক তৃণমূল কর্মীর মৃত্যু। গ্রাম জুড়ে ব্যাপক বোমাবাজি। স্থানীয় তৃণমূলের দুই গোষ্ঠীর গ্রাম দখলের লড়াই। তাকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে সুলতানপুর গ্রাম।
রাজ্যে প্রথম মাছের খাবার উত্পাদন প্ল্যান্ট গড়ে উঠতে চলেছে
জানা গিয়েছে, বিভু কাজি নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা গোষ্ঠীর লোক। অন্যদিকে রহিম শেখ তৃণমূলের নানুর ব্লক সভাপতি সুব্রত মুখোপাধ্যায়ের গোষ্ঠীর লোক হিসেবে পরিচিত। দুই গোষ্ঠীর টক্করে রক্ত ঝরল নানুরে। বাহিরি পঞ্চায়েতের সদস্য ইমরান শেখের বাড়িতে হামলা হয়। বুকে গুলি লেগে মৃত্যু হয় ইমরানের ভাই গুলেমানের।