ওয়েব ডেস্ক: বীরভূমের নানুরে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী। নাম দেবব্রত ঘোষদার। বাইকে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। দেবব্রত ঘোষদারের পায়ে গুলি লাগে। আহতকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিস।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন গোর্খাল্যান্ডের দাবিতে আজও পাহাড়ে বিক্ষোভ দেখাচ্ছে মোর্চা


অন্যদিকে, আদিবাসী সমবায় সমিতির নির্বাচন ঘিরে সংঘর্ষ। তাতে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের আলিগড় গ্রাম। মৃত্যু হল গুলিবিদ্ধ তৃণমূল কর্মী বলরাম মণ্ডলের। একদিকে সম্মিলীত বিরোধী পক্ষ। অন্যদিকে, তৃণমূল। আজ সকালে হঠাত্ইে সংঘর্ষ শুরু হয়। গুলি চলে। একজনের তির লেগেছে। রাজনগর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  বেশ কয়েকটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়।


আরও পড়ুন  চার মৃত সমর্থকদের দেহ নিয়ে শান্তিপূর্ণ মিছিল করলেন গুরুংরা