নিজস্ব প্রতিবেদন:  বাড়িতে ঢুকে এক তৃনমূল কর্মীকে এলোপাথাড়ি গুলি করে খুন।  ঘটনাটি  ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আগডিমটিখুন্তি এলাকার মৌলানিগছ গ্রামে।  মৃতের নাম  শাকাতু মহম্মদ ( ৬৫)। এলাকায় ব্যাপক উত্তেজনা। এলাকায় পুলিশ পিকেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মোলানিগছ গ্রামের বাসিন্দা কবির ও পাসারুলের সঙ্গে একটি ছাগল নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ওই গ্রামেরই বাসিন্দা শাকাতু  মহম্মদের। শুক্রবার সকালে শাখাতু মহম্মদ নিজের বাড়িতেই বসেছিলেন।  অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ আমির ও পাসারুল আলম গিয়ে আচমকা শাখাতু মহম্মদকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শাকাতু মহম্মদ।


 স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ শাকাতু মহম্মদকে ইসলামপুর মহকুমা  হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।  ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ।  ঘটনার তদন্ত শুরু হয়েছে।