নিজস্ব প্রতিবেদন:  কলেজ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। কোচবিহার শহরের স্টেশন চৌপথি এলাকার ঘটনা। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনার বলে মনে করা হচ্ছে। গুলিবিদ্ধ ছাত্রের নাম মজিদ আনসারি। গুরুতর আহত অবস্থায় তাঁকে কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কার দখলে ইউনিয়ন, কলেজেই ‘গ্যাং ওয়ার’


সূত্রে জানা গিয়েছে, কলেজে পোস্টার সাঁটানোকে কেন্দ্র করেই বচসার সূত্রপাত। অভিযোগ, শুক্রবার সকালে কলেজে পোস্টার সাঁটাতে যান অভিজিৎ বর্মন , লোটাস , সাহানি সোহো একাধিক প্রাক্তন ছাত্র। বর্তমান ছাত্রছাত্রীরা বাধা দিলে কলেজের মধ্যেই শুরু হয় মারপিট |


মজিদ আনসারি বাধা দেয় প্রাক্তন ছাত্রদের। তখনকার মতো পরিস্থিতি সামলে গেলেও, কলেজ থেকে ফেরার পথে মজিদের ওপর হামলা চালান অভিজিতরা। অভিযোগ, পথে বাইক আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় মজিদকে।