নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত নির্বাচন তো বটেই, আসন্ন লোকসভা নির্বাচনও মাথায় রেখে ঘুঁটি সাজাতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরে তৃণমূলের বর্ধিত কোর কমিটির মঞ্চ থেকে তৃণমূলনেত্রী বললেন, ‘এবার দেশ গঠনের কাজ করবে তৃণমূল কংগ্রেস।’
এদিনের সভার শুরুতেই পঞ্চায়েতকে নজরে রেখে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করেন মমতা। আগামী ৩-৪ মাসের মধ্যেই যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে, তার ইঙ্গিত দেন তিনি। তার আগে কীভাবে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে হবে, কীভাবে প্রচার চালাতে হবে, দলীয় নেতা-কর্মীদের এদিন সেই পাঠ পড়ান মমতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাজ্য বাজেট ২০১৮ : কন্যাসন্তানদের জন্য মুখ্যমন্ত্রীর নয়া উপহার 'রূপশ্রী'
তিনি বলেন, ‘৩-৪ মাসের মধ্যে পঞ্চায়েত ভোট হবে। অগাস্টের মধ্যে শেষ করতে হবে। আমরা ভোটমুখী নয়, উন্নয়নমুখী বাজেট করি। তার আগে বকেয়া কাজ শেষ করতে হবে।‘ সোশ্যাল নেটওয়ার্ক আরও মজবুত করতে কর্মীদের পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘বিজেপি ডিজিট্যালে কোটি কোটি টাকা ঢালছে। আমি সবই জানি। ওঁদের অনেক টাকা রয়েছে। তৃণমূলের টাকা নেই। তবুও বলব, সোশ্যাল নেটওয়ার্কে জোর দিন।‘  ২২-২৫ মার্চ পর্যন্ত জেলা সম্মেলন করার নির্দেশ দেন তিনি। 
পঞ্চায়েত নির্বাচনে প্রধান বিরোধী শক্তি হিসাবে উঠে আসা বিজেপিকে কীভাবে দরমুশ করা যায়, সেবিষয়ে নেত্রীর প্রতিটা অক্ষর যখন মন্ত্রমুগ্ধের মতো শুনছেন দলীয় কর্মীরা, তখনই মমতার গলায় শোনা যায় অন্য সুর। নেত্রী যে কেবলমাত্র পঞ্চায়েত নির্বাচনকেই টার্গেট করেননি, তাঁর লক্ষ্য যে লোকসভা নির্বাচনও তা বুঝতে দেরি হয়নি দলীয় কর্মীদের। 
মূল্যবৃদ্ধি ইস্যুতে এদিনের সভামঞ্চ থেকে বিজেপিকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘কেন মহারাষ্ট্রে এত কৃষক মারা যাচ্ছে? বিজেপি জবাব দাও। কংগ্রেস, সিপিএম কেন মূল্যবৃদ্ধি ইস্যুতে চুপ? আমরা প্রতিবাদ করব।‘ এক্ষেত্রে ৮ মার্চ পর্যন্ত প্রতি শনি ও রবিবার দলীয় কর্মীদের জেলা ও ব্লক স্তরে মিছিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন: দৌলতাবাদে বাস দুর্ঘটনার পর অশান্তি ছড়িয়েছিল কারা? মমতার নিশানা সেই বিজেপির দিকে
তবে মূল্যবৃদ্ধি ইস্যুতে মমতা-উবাচকে মোটেও হালকা ভাবে নিচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। সর্বভারতীয় স্তরে মমতা যেভাবে বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও ঠুকেছেন, তা যথেষ্টই ইঙ্গিতবাহী বলে মনে করছেন অনেকে। 
এধিনের সভা শেষে দলের শুদ্ধিকরণের ওপরও জোর দেন নেত্রী। বাসন্তী, ভাঙড়ের অশান্তির বিষয়ে জয়ন্ত নস্কর, গোবিন্দ নস্কর, সওকত মোল্লাকে চরম সতর্কবার্তা দেন তিনি। নেত্রীর কথায়, ‘এখনই শুধরে যান, না হলে দল থেকে বার করে দেব।‘
কেবল পঞ্চায়েত নয়, লোকসভা নির্বাচনকেও নিশানা করে যে মমতা এগোচ্ছেন, এদিন তার স্পষ্ট বার্তা মিলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।