নিজস্ব প্রতিবেদন: থানাতে ঢুকে 'দাদাগিরি'। পুলিস কর্তাদের থানায় আটকে রেখে 'বিক্ষোভ'। বিতর্কে জড়ালেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের জামাই সোম্যদীপ সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার দিনভর মানিকচক থানার পুলিস কর্তাদের আটকে তিনি বিক্ষোভ প্রদর্শন করেন বলে অভিযোগ। মানিকচক থানার পুলিসের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন সোম্যদীপ সরকার। তিনি জানান, মানিকচক থানার অন্তর্গত গোপালপুর এলাকায় বেশ কয়েকদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ চলছে। এর ফলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তৎপরতা দেখিয়ে পুলিস আট জনকে আটক করেছে। যারা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী।


সোম্যদীপ সরকারের অভিযোগ, তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে পুলিস। এই অভিযোগ তুলে সোমবার মানিকচক থানায় হাজির হন প্রাক্তন মন্ত্রীর জামাই সোম্যদীপ সরকার। শতাধিক তৃণমূল কর্মী এবং দলীয় পতাকা হাতে নিয়ে থানার সামনে জমায়েত করেন তিনি। থানায় পুলিস কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান।


এমন ঘটনায় পুলিস কর্তারা আতঙ্কিত। বিষয় নিয়ে জেলা পুলিস সুপারের কাছে মৌখিক অভিযোগও জানান হয়েছে। গোটা ঘটনায় জেলা তৃণমূল নেতৃত্ব বেশ অস্বস্তিতে পড়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)