নিজস্ব প্রতিবেদন: তৃতীয় দফার ভোটে বিক্ষিপ্ত অশান্ত অব্যাহত। আমতা মুক্তিরচকে উলুবেরিয়া উত্তরের তৃণমূল প্রার্থী নির্মল মাজিকে ঘিরে উত্তেজনা ছড়াল। এ দিন ভোট তদারকিতে ওই এলাকায় যান নির্মল মাজি। তিনি যাওয়া মাত্রই স্থানীয়রা চড়াও হয়। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন নির্মল মাজি। তাঁকে লক্ষ্য করে লাঠি, ইট, পাথর নিয়ে তেড়ে আসেন স্থানীয়রা। কার্যত হেলমেট পড়ে কোনও রকমে সেখান থেকে বেরিয়ে আসেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেহরক্ষীর সঙ্গে গ্রাম থেকে বেরনোর সময়ে ইটের আঘাতে মাথা ফেটে যায় নির্মল মাজির দেহরক্ষীর। গুরুতর আহত হন তিনি। এরপর তাঁকে আমতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন ওই আহত দেহরক্ষী। গ্রাম থেকে বেরিয়ে কার্যত ক্ষোভে ফুঁসতে থাকেন নির্মল মাজিও।


বলেন, 'বুথে তৃণমূল কর্মীদের বসতে দেওয়া হচ্ছে না, তাঁদের ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। ভোট লুঠ চলছে। ৭০ সালে এখানে মেয়েদের স্তন কেটে নেওয়া হয়েছিল। কবজি কেটে নেওয়া হয়েছিল। ইঞ্চিতে ইঞ্চিতে এর বদলা নেব। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে সবাইকে দেখে নেব।'