নিজস্ব প্রতিবেদন: কাটমানি নিয়ে তৃণমূলের অন্দরে চাপানউতর অব্যাহত। অশান্তির ছাপ স্পষ্ট বাইরেও। বিরোধী থেকে সাধারণ মানুষ টাকা ফেরতের দাবিতে সরব হয়েছেন রাজ্য জুড়েই। এবার কাটমানি ফেরতের অভিযোগে উত্তপ্ত ইসলামপুর। সূত্রের খবর, বৃহস্পতিবার সাধারণ মানুষের কাটমানি ফেরতের দাবিতে ইসলামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর  শম্পা ছেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার সদস্যরা। এদিন কাউন্সিলরের গেটের সামনে গেরুয়া রঙ দিয়ে "চোর " লিখে দেন বিক্ষোভকারীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইসলামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ড আশ্রমপাড়ার কাউন্সিলর বিজেপি শহর কমিটির সভাপতি সৌম্যরূপ মন্ডলের অভিযোগ, ইসলামপুর পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর এই কাটমানির সঙ্গে যুক্ত। এ ছাড়াও অভিযুক্ত সমস্ত কাউন্সিলরের বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছেন।



অভিযোগ, শম্পা ছেত্রী সকলের জন্য ঘর বানিয়ে দেওয়ার জন্য এলাকার বাসিন্দাদের কাছ থেকে ২৫ হাজার টাকা নেন। দীর্ঘ দুই বছর পেরিয়ে গেলেও ঘর পাননি কেউই। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিযুক্ত কাউন্সিলরের বাড়ির সামনে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো হয়। গেট ভেতর থেকে বন্ধ থাকায় গেটের বাইরে গেরুয়া কালি দিয়ে চোর লিখে দেন তাঁরা।  ইসলামপুর পুরসভার পুরপিতা এই প্রসঙ্গে জানিয়েছেন, কোনও কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগ পেলে তাঁকে টাকা ফেরত দিয়তে নির্দেশ দেওয়া হবে।