আজ ফের শীর্ষ আদালতে পঞ্চায়েত মামলার শুনানি
এরপরই বিজেপির আইনজীবী ৩৪ শতাংশ আসনের কথা বলেন এবং প্রধান বিচারপতি এই তথ্যের সত্যতা রয়েছে কি না তা জানতে চান নীলাঞ্জন শাণ্ডিল্যের কাছে।
নিজস্ব প্রতিবেদন: বুধবার ফের সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার শুনানি। পঞ্চায়েত নির্বাচনে ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে আজ।
আরও পড়ুন: পঞ্চায়েত মামলায় সুপ্রিম ভর্তসনার মুখে রাজ্য নির্বাচন কমিশন
মঙ্গলবার এই মামলায় শীর্ষ আদালতের তোপের মুখে পড়ে নির্বাচন কমিশন। ত্রিস্তর পঞ্চায়েতে মোট কত আসনে প্রতিদ্বন্দিতা হয়নি, তা বলতে পারেননি রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী অমরিন্দর সরণ ও কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য। কমিশনকে তীব্র তিরস্কার করে শীর্ষ আদালত।
আরও পড়ুন: ব্রেস্ট টিউমারের চিকিত্সা করাতে গিয়েই যুবতীর সামনে বেরিয়ে পড়ল ডাক্তারের আসল চেহারা
এরপরই বিজেপির আইনজীবী ৩৪ শতাংশ আসনের কথা বলেন এবং প্রধান বিচারপতি এই তথ্যের সত্যতা রয়েছে কি না তা জানতে চান নীলাঞ্জন শাণ্ডিল্যের কাছে। তবে এ ক্ষেত্রেও নীলাঞ্জনবাবু কোনও উত্তর দিতে পারেননি।
আরও পড়ুন: ঘরে উপস্থিত দাদা, তাঁর সামনেই বৌদির সঙ্গে ঘৃণ্য কাজ করল দেওর
একই সঙ্গে মনোনয়নের দিন বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেও তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বিষ্ময় প্রকাশ করে সর্বোচ্চ আদালত। আজ কমিশনকে সব তথ্য দিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।