নিজস্ব প্রতিবেদন : ভাগাড়কাণ্ডের মোকাবিলায় এবার চালু হচ্ছে টোল ফ্রি নম্বর। চালু হচ্ছে নয়া হোয়াটসঅ্যাপ নম্বরও। এই দুই নম্বরে ফোন ও মেসেজ করে এবার থেকে মাংস সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভাগাড়কাণ্ডে তোলপাড় রাজ্য। পচা মাংসের আতঙ্কে দিশেহারা রাজ্যবাসী। এই পরিস্থিতিতে ভাগাড়কাণ্ড নিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। নবান্নে বৈঠকে এক উচ্চ পর্যায়ের কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মাংস নিয়ে রাজ্যবাসী কোনও অভিযোগ যাতে সরাসরি প্রশাসনে জানাতে পারে, সেজন্য একটি টোল ফ্রি নম্বর চালু করা হবে। একইসঙ্গে চালু করা হবে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও।


টোল ফ্রি নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবে মানুষ। পাশাপাশি, হোয়াটসঅ্যাপ করেও জানানো যাবে অভিযোগ। এই অভিযোগগুলি খতিয়ে দেখবেন স্বাস্থ্য দফতর, পুলিস ও পুরসভার আধিকারিকরা। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন বাজার ও রেস্তরাঁয় হানা দেবেন তাঁরা।


টোল ফ্রি ও হোয়াটসঅ্যাপ নম্বরের পাশাপাশি পচা মাংসের কারবার আটকাতে রাজ্যের সব ভাগাড়ে বৈদ্যুতিন চুল্লী বসানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।