নিজস্ব প্রতিবেদন : সারা দেশে জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনার জন্য প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন কমপক্ষে ১৭ জন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর রাস্তার উপর পড়ে থেকে বেঘোরে মৃত্যু হচ্ছে মানুষের। এহেন পরিস্থিতিতে দুর্ঘটনাগ্রস্ত মানুষদের সাহায্যার্থে টোল ফ্রি নম্বর চালু করছে কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই চালু হয়ে যাবে এই টোল ফ্রি নম্বর। প্রাথমিকভাবে স্থির হয়েছে টোল ফ্রি নম্বরটি হবে ১০৩৩। এখন থেকে জাতীয় সড়কের উপর কেউ দুর্ঘটনায় পড়লে এই নম্বরে ফোন করলেই মিলবে সাহায্য। দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত সাহায্য ও উদ্ধারের জন্য চলে আসবে সাহায্যকারী দল। কেন্দ্রের তরফে অ্যাম্বুল্যান্স রাখার জন্যও রাজ্যগুলির সঙ্গে কথা হয়েছে।


আরও পড়ুন, এখনই বিদায় নিচ্ছে না শীত, জানাল হাওয়া অফিস


সড়ক পরিবহন মন্ত্রকের সমীক্ষায় প্রাপ্ত তথ্য বলছে, ২০১৬-তে জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১ লাখ ৫৫ হাজার ৭৮৫ জন। সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চেন্নাই ও দিল্লিকে। জাতীয় সড়ক দুর্ঘটনার নিরিখে ৫ নম্বরে রয়েছে কলকাতা।