ওয়েব ডেস্ক: দার্জিলিং সহ উত্তরবঙ্গের ৪ জেলায় কাল সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট ডাকা হয়েছে চা শ্রমিকদের মিলিত ফোরামের পক্ষ থেকে। কিন্তু শুধু ফোরামই নয়, সেই ধর্মঘটকে সমর্থন করে রাজ্যের বিরুদ্ধে নতুন কৌশল নিল মোর্চা। ন্যূনতম মজুরি সহ একাধিক দাবিতে চা শ্রমিকদের আন্দোলন চলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আবহাওয়া দপ্তর জানিয়েছে আষাঢ়ের প্রথম থেকেই বর্ষা শুরু হচ্ছে


তারই কর্মসূচি হিসেবে ১৩ জুন অর্থাত্‍ মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মেখলিগঞ্জ ও উত্তর দিনাজপুরের ইসলামপুরে সাধারণ ধর্মঘট ডেকেছে শ্রমিক ফোরাম। সেই ধর্মঘটকে আগেই সমর্থন করেছে দার্জিলিং জেলা বামফ্রন্ট। এবার গোর্খা জনমুক্তি মোর্চাও ধর্মঘটকে সমর্থন করল।


আরও পড়ুন  সোমবার থেকে অর্থনৈতিক অবরোধ, মোর্চা মরিয়া, প্রস্তুত প্রশাসনও