সূত্র খুঁজতে লিম্বু বস্তি যাচ্ছেন রাজ্য পুলিসের শীর্ষকর্তারা
নিজেস্ব প্রতিনিধি : শুক্রবার পুলিসের সঙ্গে গুরুংপন্থীদের হওয়া সংঘর্ষস্থল ঘুরে দেখতে যাচ্ছেন রাজ্য পুলিসের শীর্ষকর্তারা। দলে থাকছেন জাভেদ শামিম, নগেন্দ্র ত্রিপাঠি, মনোজ ভর্মা সহ আরও অনেকে। ঘটনাস্থলেই রয়েছেন জেলার পুলিস সুপার। শুক্রবার এই সংঘর্ষস্থলেই গুরুংপন্থীদের গুলিতে মৃত্যু হয় পুলিসের এসআই অমিতাভ মালিকের।
গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গ-সিকিম সীমান্তের ছোট রঙ্গিতের চরে গোর্খা জনমুক্তি মোর্চার সশস্ত্র বাহিনী জিএলপি-র বেআইনি প্রশিক্ষণ শিবিরে হানা দিয়েছিল রাজ্য পুলিস। রাতভোর সংঘর্ষ চলার পর শুক্রবার ভোরে গুরুংপন্থীদের গুলিতে শহিদ হন অমিতাভ মালিক। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র।
লিম্বু বস্তির ওই প্রশিক্ষণ শিবির এখন ফাঁকা। কিন্তু সেখান থেকে সূত্র খুঁজে বের করতে রবিবার সেখানে যাচ্ছেন রাজ্য পুলিসের শীর্ষকর্তারা। মনে করা হচ্ছে পুলিসি হানার পরই লিম্বু বস্তি থেকে সিকিমে চম্পট দেন বিমল গুরুং।
আরও পড়ুন- নদীর চরে খোঁজ মিলল গুরুংয়ের গোপন ডেরার, দেখুন ভিডিও