নিজস্ব প্রতিবেদন: বেড়াতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল কয়েকশো পর্যটকের। ভাড়া নিয়ে বচসার জের। দীঘায় হোটেলে ঢুকে পর্যটকদের বেধড়ক পেটালেন টোটো চালকরা। ভাঙচুর করা হল হোটেলের ঘরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নরেন্দ্রপুরে বাজি প্রদর্শনীতে ভয়ঙ্কর বিস্ফোরণ; ঝলসে গেলেন ১২ জন, আশঙ্কাজনক ২


বনগাঁ থেকে দিঘা বেড়াতে আসেন আড়াইশো জন পর্যটকের একটি দল। উঠেছিলেন ভিক্টোরিরা হোটেলে ও তার পাশের একটি হোটেলে। রবিবার তাঁরা টোটো ও রিক্সা ভাড়া করে তারা বেড়াতে যান উদয়পুরে। অভিযোগ, ফেরার পথে বেশি ভাড়া চেয়ে বসেন টোটো চালকরা। এনিয়ে তর্কাতর্কির শুরু। ছেড়ে কথা বলেননি দলে ভারী পর্যটকরাও।


এদিকে, ওই ঘটনার জেরে টোটো চালকরা হামলা করেন পর্যটকদের ওপরে। হোটেলের মালিক জানিয়েছেন, গেট খুলতেই লাঠি, বাঁশ হাতে টোটো চালকরা আমাদের মারধর করতে শুরু করে। ভাঙচুর করা হয় হোটেলও।


আরও পড়ুন-আমি ব্রাহ্মণ, গায়ত্রী মন্ত্র জপ করি: অভিষেক বন্দ্যোপাধ্যায়


পর্যটকরা জানিয়েছে, টোটো চালকরা তাদের বাঁশ-লাঠি দিয়ে প্রবল মারধর করা হয়। হামলায় আহত হয়েছে ৩ পর্যটক, ২ হোটেলকর্মী ও ১ রিক্সা চালক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে চলে আসে দিঘা কোস্টাল ও রামনগর থানার পুলিস। মোতায়েন করা হয় র্যাফ। তবে তার আগেই পালিয়ে যান হামলাকারী টোটো চালকরা।