নিজস্ব প্রতিবেদন: বিধিনিষেধ শিথিল হতেই পর্যটকদের ঢল নেমেছে সৈকতশহরে। দিঘার সমুদ্রে স্নান করতে ফের তলিয়ে গেলেন যুবক। ওড়িশার সমুদ্র সৈকত থেকে উদ্ধার হল দেহ। কীভাবে দুর্ঘটনা ঘটল? তদন্তে নেমেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আচমকাই রং বদলে গিয়েছিল সমুদ্রের জলের। ১৫ অগাস্টের আগে দিঘায় গিয়ে রীতিমতো হতাশ হয়েছিলেন পর্যটকরা। স্নান করতে গেলেই চোখে, মুখে, কানে ঢুকে যাচ্ছিল ঘোলা কর্দমাক্ত জল। বিপদ এড়াতে সেবার সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। কেন এমনটা হয়েছিল? তা স্পষ্ট হয়। তবে, পরিস্থিতি এখন স্বাভাবিক।


আরও পড়ুন: Siliguri: সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি, সেবক ফাঁড়িতে আত্মঘাতী পুলিস আধিকারিক


জানা গিয়েছে,  নদিয়ার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা প্রীতম সাধুখাঁ। বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে গিয়েছিলেন তিনি। গতকাল বিকেলে সকলে মিলে স্নান করতে নেমেছিলেন নিউ দিঘার ক্ষণিকা ঘাটে। কিন্তু স্নানের পর বাকিরা উঠে এলেও, প্রীতমের আর খোঁজ পাওয়া যায়নি। কোথায় গেলেন? দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও যখন সন্ধান পাওয়া গেল না, তখন থানা যান ওই যুবকের বন্ধুরা। এরপর পুলিসও খোঁজাখুঁজি শুরু করে। অনেকেই ভেবেছিলেন, প্রীতম হয়তো বাড়ি ফিরে গিয়েছেন। এদিন সকালে ওড়িশার উদয়পুরে ঘাটে ভেসে ওঠে দেহ। সেখানকার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে। মৃতের বন্ধুদের ওড়িশ্যায় পাঠিয়ে দিঘা থানার পুলিস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।