নারায়ণ সিংহরায়: পাহাড়ের ঢাল বেয়ে ধস নামছে! সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়েছিলেন পর্যটকরা। সঙ্গে চলছিল ফেসবুক লাইভও। বরাতজোরে প্রাণে বাঁচলেন সকলেই। দুর্ঘটনা ঘটল কালিম্পংয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে আচমকাই ধস নামে কালিম্পংয়ের ঋষি চেকপোষ্টের কাছে। তখন ওই পথ দিয়ে গাড়ি করে সিকিমে দিয়ে যাচ্ছিলেন একদল পর্যটক। ঠিক কীভাব ধসে নামে পাহাড়ে? স্রেফ মোবাইলে ভিডিয়ো নয়, ফেসবুকে লাইভের মাধ্যমে সকলকে দেখাতে চেয়েছিলেন তাঁরা। আর তাতেই ঘটে বিপত্তি।



কেন? পর্যটকের যেখানে দাঁড়িয়েছিলেন, আচমকাই সেখানেও ধস নামতে শুরু করে। পিছন থেকে একজন চিৎকার করে ওঠেন। কোনওমতে পালিয়ে বাঁচেন ওই পর্যটকরা।


আরও পড়ুন: Mamata Banerjee In North Bengal: জেলার হাজার পরিবারের পরিশ্রমের ফসল, মুখ্যমন্ত্রীর হাত ধরে বাজারে এল 'ডুয়ার্স হানি'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)