নিজস্ব প্রতিবেদন:  কানে হেডফোন লাগিয়ে লেভেল ক্রসিং পার হতে গিয়ে মৃত্যু। ট্রেনের ধাক্কায় মৃত্যুর পরে প্রায় দুঘণ্টা লাইনেই পড়ে থাকল দেহ।  খড়দা ভিসি কলেজের রয়ায়ন বিভাগের ছাত্রর ছিন্নভিন্ন দেহের ওপর দিয়ে চলল একের পর এক ট্রেন। রেলের উদাসীনতায় মর্মান্তিক দৃশ্যের সাক্ষী খড়দা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জলে নয়, বালি খুঁড়লেই মিলছে রুই মাছ! ওজন আবার ৫০০ গ্রাম...


সকাল এগারোটা। খড়দা স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা। ট্রেনে কাটা পড়ে মৃত্যু কলেজ ছাত্রের। কানে হেডফোন লাগিয়ে লেভেল ক্রসিং পার হচ্ছিলেন সোহম মিত্র। খড়দহ ভিসি কলেজের রসায়ন বিভাগের ছাত্রকে ধাক্কা মারে ইন্টারসিটি এক্সপ্রেস। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


আরও পড়ুন: রান্না করার সময়ই বেজে উঠেছিল কলিং বেল, গৃহবধূ দরজা খুলতে এক যুবক জল চেয়েছিল, তারপর...


কিন্তু এতেই শেষ নয়! এরপরই সাধারণ মানুষ সাক্ষী থাকল আরও এক মর্মান্তিক দৃশ্যের। সকাল এগারোটা থেকে দুপুর একটা। একের পর এক ট্রেন চলে গেল ছিন্নভিন্ন দেহের ওপর দিয়ে। বিষয়টি জানানো হয় রেলপুলিসকে। কিন্তু দু ঘণ্টা ঘটনাস্থলে কাউকেই দেখা যায় না।  উদ্ধারে দেখা গেল না রেল পুলিশকে। দুপুর ১টার পরে ঘটনাস্থলে আসেন আধিকারিকরা।  কেন দুঘণ্টা ধরে পরে রইল দেহ । স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে।