নিজস্ব প্রতিবেদন : উত্তর ভারতে কুয়াশার কারণে বেহাল দৃশ্যমানতা। যার জেরে বিপর্যস্ত ট্রেন চলাচল। দেরিতে চলছে হাওড়াগামী বহু ট্রেন। কালকা, দুন এক্সপ্রেস সহ বহু ট্রেন নির্ধারিত সময়ের থেকে প্রায় ৯-১০ ঘণ্টা দেরিতে চলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টা ৫৫-র কালকা মেল হাওড়ায় পৌঁছবে সন্ধ্যা ৬টায়। তেমনই সকাল ৬টা ৫৫-র দুন এক্সপ্রেস হাওড়ায় পৌঁছবে বিকেল ৪টেয়। পাশাপাশি অমৃতসর এক্সপ্রেস বৃহস্পতিবার বিকেল ৩টে ৪৫-এ আসার পরিবর্তে শুক্রবার রাত পৌনে চারটে নাগাদ হাওড়া এসে পৌঁছবে। পূর্বা এক্সপ্রেস বিকেল ৪টে ৫৫-র বদলে হাওড়ায় পৌঁছবে রাত সাড়ে ১২টা নাগাদ। তুফান এক্সপ্রেস বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে শুক্রবার সকাল সাড়ে ৮টায় হাওড়ায় পৌঁছবে।


এদিকে ডাউনের ট্রেনগুলি দেরিতে চলায় সময়সূচি বদল হয়েছে বেশকিছু আপ ট্রেনেরও। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০-এর কালকা মেল ছাড়বে শুক্রবার রাত ২টোয়। দুন এক্সপ্রেসও রাত সাড়ে ৮টার বদলে হাওড়া থেকে ছাড়বে রাত ১১টা বেজে ৫৫মিনিটে।


আরও পড়ুন, বন্ধ স্কুল; ব্যাহত বিমান-ট্রেন পরিষেবা, ভয়ঙ্কর বায়ুদুষণে দমবন্ধ দিল্লির