নিজস্ব প্রতিবেদন: পান্ডুয়ায় ট্রেনের পেন্টোগ্রাফ ভেঙে বিপর্যস্ত হাওড়া মেইন শাখার ট্রেনচলাচল। বুধবার দুপুর পৌনে ২টো নাগাদ পান্ডুয়া স্টেশন ছাড়ার পর হাওড়ামুখী লোকাল ট্রেনের পেন্টোগ্রাফ ভেঙে যায়। দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। বন্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়েছে মেরামতির কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



গত ১১ এপ্রিল ব্যান্ডেল স্টেশনে একই রকম ভাবে পেন্টোগ্রাফ ভেঙে ব্যহত হয়েছিল হাওড়া মেইন শাখার ট্রেন চলাচল। সন্ধের ব্যস্ত সময়ে এই ঘটনায় চরম নাকাল হন যাত্রীরা। হাওড়া শাখায় বারবার পেন্টোগ্রাফ ভাঙায় রেলের মেরামতির মান নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।