নিজস্ব প্রতিবেদন : সাত সকালেই দুর্ভোগ। যান্ত্রিক ত্রুটিতে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় শিয়ালদহ-বনগাঁও শাখার ট্রেন চলাচল। বন্ধ হয়ে যায় শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন চলাচলও। যার জেরে প্রায় ২০ মিনিট বন্ধ হয়ে যায় ওই দুই শাখার ট্রেন চলাচল। বনগাঁও ও হাসনাবাদ শাখার লোকাল ট্রেনের পাশাপাশি কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসও দমদমে পড়ে আটকে।


জানা যায়, দমদম ও ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সিগন্যালেও গন্ডগোল দেখা যায়। ফলে, সকাল থেকেই ধাপে ধাপে ব্যাহত হয় ট্রেন চলাচল। সাত সকালে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। তবে প্রায় ২০ মিনিট ধরে ট্রেন চলাচল ব্যাহত থাকার পর ফের স্বাভাবিক হতে শুরু করে।