ভোটের আগে এসপি বদল পুরুলিয়া-বীরভূমে
নোটিসে বলা হয়েছে এই `appointments are made in the interest of public service`।
নিজস্ব প্রতিবেদন: ভোটের আর বেশি দিন বাকি নেই। এই আবহেই পুলিস সুপারিন্টেন্ডেন্ট বদল পুরুলিয়া ও বীরভূম জেলায়। শুক্রবার এই নির্দেশিকা জারি হল।
শুক্রবারই জারি হল দুই জেলার এসপি বদলের নির্দেশিকা। বদলি করা হল বীরভূমের পুলিস সুপার আইপিএস শ্যাম সিং-কে। তাঁকে দেওয়া হল দুর্গাপুর ট্রাফিকের (sp,Traffic,Durgapur) দায়িত্ব। আইপিএস মিরাজ খালিদ হলেন নতুন SP, Birbhum।
আইপিএস S.Selvamurugan ছিলেন SP, Purulia। তিনি CID-র দায়িত্ব পেলেন। পুরুলিয়ায় নতুন এসপি হয়ে এলেন আইপিএস বিশ্বজিৎ মাহাতো। তিনি এতদিন আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি ছিলেন।
সংশ্লিষ্ট মহলের মত, এই বদলের মধ্যে রাজনৈতিক গন্ধ কিছু নেই। নেহাতই রুটিন বদল এগুলি। এমনটা নির্দিষ্ট সময়ের পরে-পরে হয়েই থাকে।
তবে বিশ্বজিৎ মাহাতোর বিষয়ে বিভিন্ন সূত্রে একটু অন্য ব্যাখ্যাও মিলছে। শাসকদলের সঙ্গে তাঁর অতিরিক্ত ঘনিষ্ঠতার জেরে ভোটের আগে এই বদল প্রত্যাশিতই ছিল বলে মনে করছে স্থানীয় মহলের একাংশ।
Also Read: হরিশঙ্করের পরামর্শেই নেতাজির নামে কালকা