নিজস্ব প্রতিবেদন: গভীর সমুদ্র থেকে ফেরার পথে ডুবল ট্রলার। এখনও পর্যন্ত ২ জনকে উদ্ধার করা গিয়েছে। নিখোঁজ কমপক্ষে ১০ জন মত্‍স্যজীবী। ফের বড়সড় দুর্ঘটনা ঘটল বকখালিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার সূত্রপাত দিন পাঁচেক আগে। এফবি হৈমবতী নামে একটি ট্রলারে চেপে গভীর সমুদ্রে মাছ ধরতে যান ১২ জন মত্‍স্যজীবী। তারপর? ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে ট্রলারটি ফিরে আসছিল। ফেরার পথে রক্তেশ্বর চরের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটে। তখন আশেপাশে বেশ কয়েকটি ট্রলারে ছিলেন অন্য মত্‍স্যজীবীরা। তড়িঘড়ি উদ্ধার কাজে নেমে পড়েন তাঁরা। ২ জন মত্‍স্যজীবী, এমনকী ডুবন্ত ট্রলারটিকেও উদ্ধার করা গিয়েছে। বাকি ১০ জনের খোঁজ মেলেনি। ট্রলারটিকে পাড়ে আনার পরেই বোঝা যাবে, তাতে কেউ আটকে আছে কিনা।


আরও পড়ুন: চিকিত্সার খরচ চালানোর সাধ্য আর নেই, খাঁচাবন্দি হয়ে দিন কাটছে মানসিক ভারসাম্যহীন কিশোরীর


দিন কয়েক আগেও ট্রলারডুবি ঘটনা ঘটেছিল বকখালিতে। কলস দ্বীপের কাছে ডুবে গিয়েছিল এফবি তারামা নামে একটি ট্রলার। নিখোঁজ হয়ে যান ১২ জন মত্‍স্যজীবী। সেবারও খারাপ আবহাওয়ার জন্যই দুর্ঘটনা ঘটেছিল বলেই জানা দিয়েছে। 


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)