Yaas-এর আগমনীর জেরেই বাড়ির উপর পড়ল গাছ
হতাহত নেই।
নিজস্ব প্রতিবেদন: ঘুর্ণিঝড় ইয়াস এখনো আসেনি। তবে আজ, মঙ্গলবার ভোরে ভালোই ঝড়-বৃষ্টি হয়েছে মালবাজার ব্লকে।
Yaas এখনও এসে পৌঁছয়নি। তার আগমনী চলছে। তার জেরে ভোর চারটে থেকে ঝড় শুরু হয় এ অঞ্চলে। প্রায় ৩০ মিনিট ধরে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এর জেরে মাল ব্লকের ডিপো পাড়া এলাকায় একটি বিরাট গাছ ভেঙে পড়ে একটি বাড়িতে।
আরও পড়ুন: YAAS Updates: ঝড়ের ভয়াবহ দাপটের আশঙ্কা পূর্ব মেদিনীপুরে, জারি রেড অ্যালার্ট
অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই বাড়ির মহিলা সীমা পাল এবং ওঁর মেয়ে। বাড়ির উপরে ওই বিশাল গাছ ভেঙে পড়ায় দেশলাই বাক্সের মতো দুমড়ে-মুচড়ে যায় বাড়িটি। বাড়ির ভেতরের অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুত্পরিষেবাও।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। কখনো জোরে আবার কখনো ঝিরিঝিরি করে চলছে বৃষ্টি। এর ফলে এক ধাক্কায় তাপমাত্রাও অনেক নীচে নেমে গিয়েছে। গুমোট গরমের হাত থেকে রেহাই পেয়েছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: Cyclone Yaas: কচুবেড়িয়া-পাথরপ্রতিমায় বাঁধে ফাটল, কপিলমুনির আশ্রমের কাছে বাড়ছে জল