নিজস্ব প্রতিবেদন: বাড়িতে ঢুকে আদিবাসী ‌যুবককে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। রীতিমতো বিদ্যুৎ সং‌যোগ কেটে দিয়ে ঘরে ঢোকে হামলাকারীরা। তবে ঝাড়গ্রামের এই ঘটনার সঙ্গে কোনও সম্পর্কের টানাপোড়েন রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের ঝাড়াগোড়িয়া গ্রামে হানা দেয় একদল দুষ্কৃতী। রাত আড়াইটে নাগাদ তারা পাড়ার ট্রান্সফরমারের হাতল নামিয়ে এলাকা অন্ধকার করে দেয়। তার পরই আদিবাসী ‌যুবক সুখলাল বাস্কের বাড়িতে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই দুষ্কৃতীরা প্রথমে সুখলালের স্ত্রীর গলা টিপে ধরে। সুখলালের স্ত্রী কোনওক্রমে তা ছড়িয়ে নিয়ে ভাসুরকে খবর দিতে দৌড়ে ‌যায়। কিন্তু সুখলালাদের দাদা এসে দেখেন ততক্ষণে ভাইয়ের গলা কেটে পালিয়ে গেছে দুষ্কৃতীরা।


এদিকে, এই ঘটনার তদন্ত করতে গিয়ে ষড়‌যন্ত্রের কথা বেরিয়ে আসছে। সুখলালের স্ত্রীর অভি‌যোগ, বেশকিছুদিন ধরেই তার স্বামীকে খুন করার হুমকি দিচ্ছিল সুখলালেরই কয়েকজন বন্ধু। তারই খুন করছে। কিন্তু কেন হুমকি? পেছনে কি কোনও সম্পর্কের টানাপোড়েন? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিস।


আরও পড়ুন-বিশ্ববাংলার হোর্ডিংয়ে কালি দিয়েছি, দোষ কবুল অভিযুক্ত বিজেপি নেতার