নিজস্ব প্রতিবেদন: মাদার বনাম নব্য। তৃণমূলের গোষ্ঠীকোন্দল ঘিরে রণক্ষেত্রে কোচবিহারের দিনহাটা। প্রকাশ্য চলল গুলি-বোমা। একে ওপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন দলের দুই গোষ্ঠীর নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসডিপিও-র নেতৃত্বে এলাকায় বিশাল পুলিস বাহিনী। রাতেই শুরু হয় ধুন্ধুমার। প্রকাশ্যে বন্দুক হাতে চলে দাপাদাপি, গুলি, বোমা। আগুন ধরিয়ে দেওয়া হয় একের পর এক বাইকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেম এবং সহবাস, মানালি থেকে গ্রেফতার হোটেল ম্যানেজার


কিন্তু, কেন হামলা? আজিজুর বিধায়ক উদয়ন গুহর অনুগামী বলে এলাকায় পরিচিত। তাঁর অভিযোগ দলেরই আর এক নেতা মীর হুমায়ূনকবির গোষ্ঠীর দিকে। আজিজুরদের দাবি এলাকার রাশ দখলে রাখতেই তাঁর বাড়িতে হামলা। পাল্টা আজিজুর গোষ্ঠীর দিকে আঙুল তুলছে অপর গোষ্ঠীও। ধুন্ধমারের জেরে গোটা এলাকাই অগ্নিগর্ভে পরিণত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছছেন পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা নয়ারহাট বাজার এলাকায় চলছে পুলিসি টহল।