গোষ্ঠী কোন্দলের জেরে ভাঙচুর তৃণমূল কর্মীর বাড়ি
অভিযোগ, সোমবার গভীর রাতে বেশকিছু সশস্ত্র দুষ্কৃতী গোপাল দের বাড়িতে ঢোকে এবং গোপাল বাবুকে গালিগালাজ করতে থাকে এবং বাড়ি ভাঙচুর চালায়।
নিজস্ব প্রতিবেদন: ভোটের রসুমে ফের তৃণমূলের গোষ্টিকোন্দোল। সক্রিয় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে। অভিযোগ অন্য আরেকটি ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্করের অনুগামীরা এদিন ভাঙচুর চালায় সুজিত দে-র অনুগামী গোপাল দের বাড়িতে। ঘটনাটি ঘটেছে সল্টলেকের সুকান্তনগরে। ওই এলাকারই সক্রিয় তৃণমূল কর্মী এই গোপাল দে।
আরও পড়ুন: সরকারি কর্মীদের উদ্দেশে উদয়ন গুহর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক
অভিযোগ, সোমবার গভীর রাতে বেশকিছু সশস্ত্র দুষ্কৃতী গোপাল দের বাড়িতে ঢোকে এবং গোপাল বাবুকে গালিগালাজ করতে থাকে এবং বাড়ি ভাঙচুর চালায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোন গোপাল দে-র পরিবারের । এরপর চিৎকার চেঁচামিচিকতে এলাকার লোক জড়ো হওয়ায় দুষ্কৃতিরা চলে যায়। ঙটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস বাহিনী।
অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিস।