তিনে তিন হতেই পার্টি অফিস পুর্নদখল করতে শুরু করল তৃণমূল
উপনির্বাচনের ফল প্রকাশের পরপরই বদলে গেছে পুরো চিত্রটা। লোকসভা নির্বাচনের পর ব্যারাকপুরের নৈহাটি,কাকিনাড়া এবং ভাটপাড়া অঞ্চলে বিজেপির একের পর এক পার্টি অফিস তৈরি হয়েছিল
নিজস্ব প্রতিবেদন: তিন কেন্দ্রে উপনির্বাচনের ফলাফলে চাঙা তৃণমূল। জয়ের পর থেকেই ব্যারাকপুর এলাকার একের পর এক পার্টি অফিস পুনর্দখল শুরু করেছে তৃণমূলের দলীয় কর্মী সমর্থকরা। তৃণমূলের দাবি লোকসভা নির্বাচনের পর বিজেপি তাদের পার্টি অফিস দখল নেয়,সেগুলি পুনরুদ্ধার করা হচ্ছে।
উপনির্বাচনের ফল প্রকাশের পরপরই বদলে গেছে পুরো চিত্রটা। লোকসভা নির্বাচনের পর ব্যারাকপুরের নৈহাটি,কাকিনাড়া এবং ভাটপাড়া অঞ্চলে বিজেপির একের পর এক পার্টি অফিস তৈরি হয়েছিল। অভিযোগ তৃণমূলের পার্টি অফিস জোর করে দখল নিয়েছিল বিজেপি। উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর, ফল ঘোষণার রাত্রেই বিজেপির দখল করা পার্টি অফিস গুলির অধিকাংশই নিজেদের দখলে নিল তৃণমূল।
আরও পড়ুন- রাজ্য সরকারের নয়া স্বনির্ভর প্রকল্প 'জাগো', উপকৃত হতে পারেন ১ কোটি মহিলা
বৃহস্পতিবার রাত্রি থেকে শুক্রবার সন্ধা পর্যন্ত বিজেপির পনেরটি পার্টি অফিস নিজেদের দখলে নেয় তৃণমূল সমর্থকরা। নৈহাটির তৃনমুল বিধায়ক পার্থ ভৌমিকের অভিযোগ , লোকসভা ভোটের পর ব্যারাকপুরের সাংসদের নেতৃত্বে পিস্তল দেখিয়ে তাদের দলীয় কার্যালয়গুলি দখলে নিয়েছিল বিজেপি। সেইগুলি কে পুনরুদ্ধারের কাজ চলছে।