নিজস্ব প্রতিবেদন: জন্মদিন শেষে হঠাৎই গোলাগুলিতে উত্তপ্ত বেলঘড়িয়া। দক্ষিণেশ্বরে বন্ধুর বাড়ি থেকে জন্মদিনের অনুষ্ঠান সেড়ে বাড়ি ফেরার পথেই দুই গোষ্ঠির সংঘর্ষ শুরু হয়। সোমবার রাতেই ৩ থেকে ৪ রাউন্ড গুলি চলে। গোলাগুলিতে আহত হন বেশ কয়েকজন। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের বেলঘড়িয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেলঘড়িয়া আড়িয়াদহ এলাকায় সুরজিত ঘোষের জন্মদিনের অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানের শেষেই  এই ঝামেলা হয়। সুরজিৎ- এর অভিযোগ এলাকায় নিজেদের প্রতিষ্ঠিত করতেই অনেকদিন ধরেই মৌসমের দল তান্ডব চালিয়ে যাচ্ছে।


জানা গিয়েছে, জন্মদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্র। তিনি চলে যাবার পরই ঘটনার সূত্রপাত। সূত্রের খবর, দুই পক্ষই তৃণমূলের কর্মী। তবে ঘটনায় কামারহাটি পুরসভার চেয়ারপার্সন গোপাল সাহা জানিয়েছেন, তৃণমূলই হোক আর যে দলই হোক গুলি চালিয়েছে যারা তাঁরা কেউ রেহাই পাবেন না। উল্লেখ্য, গুলির চালানোর ঘটনা অস্বীকার করেছে বেলঘড়িয়া থানার পুলিস। পাশাপাশি অভিযুক্ত দুই পক্ষই এ বিষয়ে কথা বলতে চাননি।