ওয়েব ডেস্ক: বাঁকুড়ার তালডাংরায় তৃণমূল নেতাকে কুপিয়ে খুন। অভিযোগ, দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে। ফের একবার সামনে তুষার ভট্টাচার্য গোষ্ঠীর সঙ্গে  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুগামীদের দন্দ্ব। তবে গোষ্ঠী দ্বন্দ্বের কথা মানছে না দল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকালে তালডাংরার ঢেমনামারা এলাকায় খুন হয়ে গেলেন এলাকার তৃণমূল নেতা জান মহম্মদ মল্লিক। কালে মাঠের মধ্যে তাঁকে ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী। মাটিতে ফেলে এলোপাথারি কোপানো হয়। চিত্কার শুনে ছুটে আসেন স্থানীরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা জান মহম্মদ মল্লিককে মৃত ঘোষণা করেন।


হামলার নেপথ্যে গোষ্ঠী সংঘর্ষ? তুষার বনাম শ্যামাপ্রসাদ? আর এই খুনের পরেই উঠছে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। ফের একবার সামনে আসছে তুষার ভট্টাচার্য গোষ্ঠীর সঙ্গে   শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুগামীদের দ্বন্দ্বের কথা। দলের পক্ষ থেকে অবশ্য এমন অভিযোগ মানা হচ্ছে না। বাইক মিছিল করাকে কেন্দ্র করে এই দুই গোষ্ঠীর সংঘর্ষের গত সোমবারও উত্তপ্ত হয়েছিল এলাকা। তারপরেই এই খুন।