ওয়েব ডেস্ক: দুই সন্তানকে ফিরে পেলেন তিন তালাক মামলার অন্যতম আবেদনকারী ইসরাত জাহান। বৃহস্পতিবার সকালে নিখোঁজ হয়ে গিয়েছিল তাঁর ছেলেমেয়ে। গত ২২ অগাস্ট তাৎক্ষণিক তিন তালাককে অসাংবিধানিক বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মামলার পাঁচ আবেদনকারীর মধ্যে একজন ছিলেন হাওড়ার ইসরাত জাহান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি সূত্র থেকে দাবি করা হয়েছিল, হাওড়ার গোলবাড়ি থানায় দুই সন্তানের নিখোঁজ হওয়ার অভি‌যোগ দায়ের করেছেন ইসরাত জাহান। সেই খবর প্রকাশিত হয়েছিল ২৪ ঘণ্টায়। তবে এফআইআর করার আগেই তিনি সন্তানদের ফিরে পেয়েছেন।  


তাৎক্ষণিক তিন তালাকের শিকার ইসরাত জাহান নিজেও। পাঁচ আবেদনকারীর আর্জিতে সাড়া দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে একঘরে ইসরাত জাহান। তাঁর অভি‌যোগ, পাড়া প্রতিবেশীরা তাঁকে এড়িয়ে চলছেন। এমনকি শ্বশুর বাড়ির লোকজন তাঁকে শাসানি দিচ্ছে। রাজ্য সরকারের কাছে নিরাপত্তা দাবি করেছিলেন ইসরাত জাহান। তাঁর একটি ১৩ বছরের মেয়ে ও সাত বছরের ছেলে রয়েছে। 


আরও পড়ুন,'তিন তালাক' সংক্রান্ত রায় ঘোষণার সময় কী ঘটল এজলাসে?