নিজস্ব প্রতিবেদন : কোনা এক্সপ্রেসওয়ের যানজট এড়াতে হাওড়ায় ঢোকার আগে তিন থেকে চার জায়গায় ট্রাক টার্মিনাল তৈরি করবে সরকার। আজ মুখ্যসচিবের নেতৃত্বে পুলিস, পূর্ত দফতর ও পরিবহন দফতরের আধিকারিকদের বৈঠক হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার এইসব দফতরের আধিকারিকরা কোনা এক্সপ্রেসওয়েতে যৌথ পরিদর্শনে যাবেন। তাঁরা গিয়ে দেখবেন, কোথায় কোথায় ট্রাক টার্মিনাল করা যায়। কোনায় এলিভেটেড রোড তৈরি হতে ৩ বছর সময় লাগবে। তার আগেই নতুন টার্মিনাল করা হবে। প্রসঙ্গত, সব ট্রাক একসঙ্গে এসে পড়ায় যানজট হচ্ছে কোনা এক্সপ্রেসওয়েতে। ফলে কলকাতায় পৌঁছতে ব্যাপক সময় লাগছে।


তাই ট্রাক টার্মিনালে গাড়ি আটকে রেখে ধাপে ধাপে ছাড়া হবে। কোনা হয়ে আসানসোল থেকে ঝাড়খণ্ডের ট্রাক আসে। তাই আসানসোল থেকে হাওড়ার মাঝখানে এই টার্মিনালগুলো তৈরি হবে।


আরও পড়ুন, Jalpaiguri: অনলাইনে আসা মোবাইলের পার্সেল খুলে চোখ কাপলে উঠল গ্রাহকের, আটক ডেলিভারি বয়


Contai: বাংলাদেশের সম্পদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ! রাজ্যের সরকারি হাসপাতালে মিলছে এই ওষুধ, তুঙ্গে বিতর্ক


Malda Fire: বিধ্বংসী আগুন! চাষিদের চোখের সামনেই পুড়ে ছাই প্রায় ১০০ বিঘে জমির গম


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)