নিজস্ব প্রতিনিধি : গত কয়েকমাস ধরেই স্টোনম্যানের আতঙ্ক ছড়িয়েছিল হাওড়ায়। বিশেষ করে শহরের গ্র্যান্ড ফোরশোর রোড সংলগ্ন এলাকায় এই আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছিল কিছুদিন ধরে। শুক্রবার ভোররাতে সেই আতঙ্কে আরও বাড়িয়ে দিল ঘুমন্ত অবস্থায় ফুটপাথবাসীর খুনের ঘটনা। গ্র্যান্ড ফোরশোর রোডে গঙ্গাতীরে সিমেন্টের স্ল্যাব দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় তাঁকে। তদন্তে নেমে শনিবার ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবারের ওই ঘটনার তদন্তে নেমে পুলিস সূত্র খুঁজতে শুরু করে। সেই মতো এগোতে গিয়ে, ওই এলাকা থেকেই শনিবার সকালে ধরা পড়ে রাজু রাও ও রজন মল্লিক নামে দুই দুষ্কৃতী। তাদের বিরুদ্ধে এর আগেও খুন সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। পুলিসি জেরায় ধৃতরা স্বীকার করেছে, মহম্মদ বাবলুকে তারাই খুন করেছে। ব্যক্তিগত শক্রতা ও টাকা ভাগাভাগি নিয়ে বিবাদের জেরে খুন হতে হয়েছে বাবলুকে।


তবে রাজু ও রজন ধরা পড়লেও, এখনও স্টোনম্যানের আতঙ্ক কিন্তু কাটেনি বলে মত বাসিন্দাদের। ফুটপাথবাসী খুনের ঘটনায় আরও কেউ যুক্ত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।


আরও পড়ুন- হাওড়ায় ফিরল স্টোনম্যানের আতঙ্ক