নিজস্ব প্রতিবেদন: টয়লেটের সেপটিক ট্যাঙ্ক সাফ করতে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু হল দাদা ও ভাইয়ের। অজ্ঞান হয়ে যাওয়া দাদাতে বাঁচাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ভাইও। মর্মান্তিক এই ঘটনা ঘটনা ঘটেছে পূর্বস্থলীর বকপুর গ্রামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-জল্পনার অবসান, অবশেষে সামনে এল Nusrat-র Baby Bump


শুক্রবার দুপুরে বাড়ির পায়খানার ট্যাঙ্ক ভর্তি হয়ে যাওয়ার তা থেকে অন্য সেপটিক ট্যাঙ্কের মধ্যে পাইপ বসাচ্ছিলেন সামাদ সেখ নামে এক যুবক। অসাবধানতাবশত তিনি ট্যাঙ্কে পড়ে যান। তাঁকে তুলতে গিয়ে সুখতারা সেখ নামে তার এক ভাইও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে জ্ঞাণ হারিয়ে ফেলে।


আরও পড়ুন-বিজেপি করা যায় না, মুকুল মানসিক শান্তি পেল, শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল: Mamata 


এদিকে, ভাইপোদের অবস্থা দেখে কাকা আমির চাঁদ তাদের বাঁচাতে গেলে সেও পায়খানার সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে যায়। পরিবারের অন্যান্যরা মিলে তিনজনকে উদ্ধার করলে সুখতারা সেখ এবং সামাদ সেখের মৃত্যু হয়। কোনওক্রমে প্রাণে বেঁচে যান আমির চাঁদ সেখ। ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া.


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)