নিজস্ব প্রতিবেদন: বাড়িতে  কাপড়ের দোলনা বানিয়ে খেলার সময়ে দুর্ঘটনা।  পিলার ভেঙে গায়ে পড়ে  মৃত্যু হল ২ শিশুর। উত্তর ২৪ পরগনার বাগদার  ঝাউখালি কুরুলিয়ার এলাকার ঘটনা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সোমবার রাতে বাড়িতে জানলা  আর  সিমেন্টের পিলারের সঙ্গে কাপড় দিয়ে দোলনা বানিয়ে খেলছিল পায়েল, অর্জুন ও প্রথমা নামে তিন শিশু। আচমকাই সিমেন্টের পিলারটিতে ফাটল ধরে। খেলার ফাঁকে বিষয়টি খেয়াল করেনি কেউই। আচমকাই পিলার ভেঙে গিয়ে শিশু তিনটির গায়ে পড়ে। তাদের আর্তনাদেই ছুটে আসেন পরিজনরা।


NRS intern strike: তোলপাড় চিকিৎসক মহল, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যজুড়ে কর্মবিরতিতে সরকারি হাসপাতালের ইন্টার্নরা


তাদের বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আট বছরের প্রথমা ও তিন বছরের অর্জুনকে  মৃত বলে ঘোষনা করেন চিকিত্সকরা। এলাকায় শোকের ছায়া।