জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিঙ্গুরের রতনপুর গ্রামে নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে দুজন শ্রমিকের মৃত্যু ঘটল। ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করেন। মৃতেরা হলেন গণেশ মান্না (৪০), এঁর বাড়ি সিঙ্গুরেই। অন্য জন সুব্রত দাস (৪০), এঁর বাড়ি ধানেখালি থানা এলাকায়। সিঙ্গুর থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে দেহ হাসপাতালে পাঠায়। পরে সেখানে তাঁদের মৃত ঘোষণা করা হলে দেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন; Uttar Dinajpur: ক্রমেই বাড়ছে স্ক্রাব টাইফাসের আতঙ্ক! ফের কি বড় ধরনের বিপর্যয় রাজ্যে?


স্থানীয় সূত্রে জানা যায়, আজ, শনিবার সকালে সিঙ্গুরের রতনপুরে একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময়ে দুজন আটকে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে পাঠানো হয়। সিঙ্গুর হাসপাতাল সূত্রে ও সিঙ্গুর থানার সূত্রে জানা যায়, তাঁদের দুজনেরই মৃত্যু হয়েছে। ময়নার তদন্তের জন্য দেহ পাঠানোও হয়। সিঙ্গুর থানায় একটি কেসও রুজু হয়েছে।


চাঁপদানির দমকল বিভাগের তরফে মলয় মজুমদার ঘটনাস্থলে শ্রমিকদের নাম-পরিচয় জানান। এ-ও জানান যে, তাঁরা সুষমা মাইতির বাড়িতে কাজ করতে এসেছিলেন। ওই দুই শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত ঘোষণা করা হয়।  


আরও পড়ুন; Malbazar: মৎস্যপুরাণ! রাতভর বৃষ্টির জেরে সড়ক থেকেই মিলছে দেদার মাছ...


সাধারণত পুরনো সেপটিক ট্যাঙ্কেই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। কেন নির্মীয়মাণ একটি ট্য়াঙ্কে এমন ঘটল? জানা গিয়েছে, নতুন এবং নির্মীয়মাণ হলেও দীর্ঘদিন বন্ধ থাকায় কোনও ভাবে ভিতরে মিথেন গ্যাস তৈরি হয়ে গিয়েছিল। ফলে ওই দুই শ্রমিক কাজ করতে নীচে নামলেই তাঁরা অচৈতচন্য হয়ে পড়েন।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)