ওয়েব ডেস্ক : খোদ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভুয়ো ডাক্তার! বহাল তবিয়তে প্র্যাক্টিস চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। খবর পেয়ে CID-র টিম হানা দেয় আলিপুরদুয়ারের বীরপাড়ায়। রাঙ্গালিবাজনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে গ্রেফতার হন কাশীরাম হালদার। অভিযোগ, ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে দেড় বছর ধরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারি চালিয়ে যাচ্ছিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- একই পরিবারের ৪ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হুগলির জনাইয়ে


ডাক্তারেও ভেজাল! খোদ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভুয়ো ডাক্তার! নকল সার্টিফিকেট দাখিল করে চাকরি! বছরের পর বছর প্র্যাক্টিস। অবশেষে সিআইডি-র জালে ২ ভুয়ো ডাক্তার।


ডাক্তারে ভেজাল মানে বুঝতে পারছেন? একেবারে মারাত্মক ব্যাপার। এখন প্রশ্ন, বছরের পর বছর কাদের চিকিত্‍সা করলেন এই দুই ভুয়ো ডাক্তার। গ্রামের গরিবগুর্বো মানুষ আপদে বিপদে গ্রামীণ হাসপাতালের শরণাপন্ন হন। দুই ভুয়ো ডাক্তারের গ্রেফতারির পর প্রশ্ন উঠছে, কতজন তাহলে ভুল চিকিত্‍সার শিকার হলেন? স্বাস্থ্য দফতরই বা এমন ভুয়ো ডাক্তার নিয়োগ করল কীভাবে? নিয়োগের আগে কেন খতিয়ে দেখা হল না শংসাপত্র? প্রশ্ন থেকে যাচ্ছে অনেক।