নিজস্ব প্রতিবেদন: উন্নত অস্ত্র-সহ পুলিসের জালে কোচবিহারের ২ যুবক। এরা বিজেপি কর্মী বলে স্থানীয় সূত্রে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মেট্রোর দরজায় হাত আটকে মৃত্যু কসবার বাসিন্দা সজল কাঞ্জিলালের, দায় কার?                


শনিবার কোচবিহারের চিল্কিরহাট এলাকা থেকে কার্বাইন ও গুলি-সহ ওই ২ যুবককে গ্রেফতার করে কোতওয়ালি থানার পুলিস। এদের নাম প্রশান্ত বর্মন ও লিটন শীল। দুজনেরই বাড়ি ভোটাগুড়ির ব্রাহ্মণের চৌকি এলাকায়। এলাকায় অস্থিরতা তৈরির উদ্দেশ্যই এলাকায় ঢুকেছিল ওই ২ যুবক। এমনটাই মনে করছে পুলিস।



উল্লেখ্য, পুলিসের কাছে খবর ছিল, এলাকায় অস্থিরতা তৈরির জন্য চিল্কিরহাটে জড়ো হচ্ছে কয়েকজন যুবক। সেই খবরের ভিত্তিতে কোচবিহার ১ নম্বর ব্লকের চিল্কিরহাটে ওঁত্ পেতে ছিল পুলিস। তবে পুলিস ওই দুই যুবককে ধরে ফেললেও পালিয়ে যায় তাদের সঙ্গে থাকা আরও ২ জন।


আরও পড়ুন-সেন্সর থেকে মোটরম্যান- যাত্রীমৃত্যুতে মেট্রোর বিরুদ্ধে উঠল গাফিলতির অভিযোগ   


এদিন গোটা অপারেশনটি তদারকি করেন জেলা পুলিস সুপার নিমহালকার সন্তোষ উত্তম। সূত্রের খবর গ্রেফতার হওয়া ২ যুবকের সঙ্গেই বিজেপির এক প্রভাবশালী নেতার যোগাযোগ রয়েছে। কীভাবে এই উন্নত কার্বাইন তাদের হাতে এল তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিস মহলে।