নিজস্ব প্রতিবেদন: রাজ্যে তৈরি হতে চলেছে আরও দু'টি পুরসভা (West Bengal Municipality)। উত্তরের দুই জেলায় নতুন পুরসভা গঠনের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে সীমানা পুনর্বিন্যাসের কাজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে ময়নাগুড়ি ও ফালাকাটায়-দু'টি পুরসভা (West Bengal Municipality) তৈরি হচ্ছে। জারি হয়েছে বিজ্ঞপ্তি। সীমানা পুনর্বিন্যাসের কাজও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে ১১২টি পুরসভায় ভোট বাকি। নতুন দু'টি পুরসভা হলে তা গিয়ে দাঁড়াবে ১১৪-এ। রাজনৈতিক মহল মনে করছে, পুরভোট হতে পারে নভেম্বর নাগাদ। 


রাজ্যে কোভিড-নিয়ন্ত্রণে আসায় উপনির্বাচন চান মমতা। পাল্টা বিজেপি পুরভোটের দাবি তুলেছে। এনিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন,'আমার নির্বাচন করতে কোনও ভয় নেই। আমরা তৈরি। কিন্তু ৭টা উপনির্বাচন বাকি আছে। এটা নির্বাচন কমিশন করলে বাদ বাকি করে নেব। এজন্য চিন্তা করতে হবে না।


আরও পড়ুন- BJP-র বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলকে সঙ্গে নিতে হবে, স্পষ্ট করে দিলেন Surjya Kanta


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)