নিজস্ব প্রতিবেদন : রানিগঞ্জে নাকা চেকিংয়ের সময় উদ্ধার হল প্রচুর বিস্ফোরক। এই ঘটনায় সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মিলেছে প্রায় এক হাজার জিলেটিন স্টিক, ৫০০ ডিটোনেটর, দশ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- শিলিগুড়ির মাটিগাড়ায় চিতাবাঘের হানা, জখম ২


জানা গেছে, রানিগঞ্জের সাহেববাঁধ এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিস। সন্দেহবশত ওই দুই যুবককে আটকানো হয়। তল্লাসি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিসের। কোথা থেকে এল এত বিস্ফোরক, কোথায় পাচার করা হচ্ছিল, কোনও নাশকতার পরিকল্পনা ছিল কি? এসব জানতে জেরা করা হচ্ছে ধৃত রাজেশ কেওড়া ও শেখ মুস্তাকিনকে। ধৃতেরা বাঁকুড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।