সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে পালাল ২ বিচারাধীন বন্দি
কয়েকদিন আগে ভারত-বাংলাদেশ সীমান্তের কুর্শাহাট সীমান্ত থেকে পাচারকারি সন্দেহে ওই দুই জনকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ |
নিজস্ব প্রতিবেদন: সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে পুলিস ভ্যান থেকে পালাল দুই বিচারাধীন বন্দি। দিনহাটা জেল থেকে কোচবিহার জেলে পাঠানোর সময় ঘুগুমারি থেকে ওই দুই বিচারাধিন বন্দি পালায় বলে খবর | পলাতক দুই বিচরাধিন বন্দির নাম ফরিদ শেখ ও মিজানুর শেখ।
খড়দহ: ছেলেকে টিউশনে দিতে গিয়েছিলেন, ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণ
কয়েকদিন আগে ভারত-বাংলাদেশ সীমান্তের কুর্শাহাট সীমান্ত থেকে পাচারকারি সন্দেহে ওই দুই জনকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ | দিনহাটা আদালতের বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন | বুধবার দিনহাটা জেল থেকে কোচবিহার জেলে পাঠানোর সময় দুই আসামি পুলিশের গাড়ির দরজা খুলে সঙ্গে কর্তব্যরত পুলিসকর্মীদের মারধর করে পালিয়ে যায় |
আরও পড়ুন: স্বামীর সঙ্গে বান্ধবীর প্রেম, বিচ্ছেদ, আর্থিক অনটন-গড়ফায় ৩ জনের আত্মহত্যার চেষ্টায় নয়া তথ্য
বুধবার সন্ধ্যে থেকেই এই দুই বিচারাধীন বন্দির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস | সূত্রের খবর, দুই আসামির হাতে হাতকড়া ছিল | ওই অবস্থায় কীভাবে পুলিশদের মেরে পালিয়ে গেল দুই বিচারাধিন বন্দি, তা নিয়ে প্রশ্ন উঠছে।