ওয়েব ডেস্ক: একই লাইনে দুটি লোকাল ট্রেন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। হিন্দমোটর ও উত্তরপাড়ার মাঝের ঘটনা। আজ দুপুরে ডাউন শ্রীরামপুর লোকাল হিন্দমোটর ছেড়ে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল আপ বর্ধমান লোকাল।  প্রায় মুখোমুখি এসে যায় দুটি ট্রেন। কোনওরকমে সংঘাত এড়িয়ে যায় দুটি ট্রেনই। পরে বর্ধমান লোকালকে উত্তরপাড়া ফিরিয়ে অন্য লাইনে চালানো হয়। উত্তরপাড়া সিগন্যাল প্যানেল ফেল করাতেই এই পরিস্থিতি। যদিও , শ্রীরামপুর লোকালের চালকের দাবি, একই লাইনে ট্রেন মুখোমুখি আসেনি। পর পর ছিল।


কটূক্তির প্রতিবাদ করে আক্রান্ত এক মহিলা