নিজস্ব প্রতিবেদন : কখনও আত্মসমালোচনা, কখনও আক্ষেপ। উদয়ন গুহর সাম্প্রতিক পোস্ট ঘিরে উসকে উঠল জল্পনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ফেসবুক পোস্টে দিনহাটার বিধায়ক স্বীকার করে নিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের সময় দিনহাটা শহরের গোলমাল তিনি থামাতে পারেননি। কলেজ কলেজে অশান্তির দায়ও নিজের কাঁধেই নিয়েছেন দিনহাটার পুরপ্রধান। একইসঙ্গে পুকুর নষ্ট, আলো লাগিয়ে অযথা খরচ নিয়ে অনুশোচনা করেছেন উদয়ন গুহ। তবে তিনি মনে করেন কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজ করেও জনসমর্থন পাওয়া যায়নি।



উদয়ন গুহর আক্ষেপ, ডাক্তারবাবুদের ফিজ, সিজার কেসের প্যাকেজ বেঁধে দেওয়া, যানজট কমানোর মতো বিষয় নজর দিয়েছিলেন তিনি। তবে দিনহাটার মানুষ তা পছন্দ করেননি, শিক্ষা দিয়েছেন। তার জন্য তিনি অনুতপ্ত। প্রসঙ্গত, লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই তৃণমূলে ভাঙন শুরু হয়েছে। সেইসময় এই ধরনের পোস্টের পিছনে কোন ইঙ্গিত লুকিয়ে রয়েছে, তা নিয়েই উঠছে প্রশ্ন।