নিজস্ব প্রতিবেদন: ফের বিতর্কের কেন্দ্রে উদয়ন গুহ। সোমবার রাতে তাঁর এক ফেসবুক পোস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।  সরকারি কর্মীদের উদ্দেশে তিনি ফেসবুকে লিখেছেন, "অনেকের বাড়িতে খেয়ে চাকরি করতে ভালো লাগছে না। তাঁদের সমস্যার সমাধান হবে।" 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 




কেন্দ্রীয় বাহিনী না দিলে ভোট করতে যাবেন না বলে আন্দোলনে নেমেছিলেন বহু সরকারি কর্মী। শাসকদলের সংগঠনে থেকেও এবারের ভোটে অনেকেই সক্রিয় ছিলেন না বলেও দলের অন্দরে শোনা যাচ্ছে> এসব নিয়েই অসন্তোষ দানা বেঁধেছ। জল্পনা চলছে, ভোট পর্ব মিটে গেলেই বদলি শুরু হবে আর তাই উদয়নবাবুর এমন পোস্ট। এমন অভিযোগ করেছে বিজেপি। তবে উদয়ন গুহ অবশ্য এই অভিযোগ মানতে নারাজ ।