নিজস্ব প্রতিবেদন: অবশেষে বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমেস্টারের পরীক্ষা নিয়ে জট কাটল। তারিখের হেরফেরে বিষয়টির শুভ নিষ্পত্তি ঘটল


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্নাতক স্তরের ফাইনাল সেমেস্টারের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ইউজিসির আগের নির্দেশ ছিল সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা নিয়ে নিতে হবে। কিন্তু এ নিয়ে রাজ্যগুলির কিছুটা ক্ষোভ জমছিল। কেননা কোভিড-পরিস্থিতিতে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়াটা একটু কঠিন। পশ্চিমবঙ্গ মনে করছিল, তারা নির্ধারিত তারিখের মধ্যে পরীক্ষা নিতে পারবে না। এই বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্ট বলেছিল, যারা কোভিড পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেবে না বলে ভাবছে, তারা পরীক্ষা নেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য ইউজিসিকে অনুরোধ করতে পারে। সুপ্রিম কোর্টের মতামত দেখে রাজ্য স্থির করে, পরীক্ষা হবে অক্টোবরেই। তবে রাজ্য সরকারের তরফে পরীক্ষার সময়সীমা বাড়ানোর জন্য অনুরোধও করা হয় ইউজিসিকে। রাজ্যের সেই অনুরোধ মেনে ১৮ অক্টোবরের মধ্যে রাজ্যকে পরীক্ষা নেওয়ার বিষয়ে সম্মতিও জানিয়েছে তারা। তবে অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করতে হবে বলেও জানিয়েছে ইউজিসি। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে জানিয়েছেন, ইউজিসি-র তরফে বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষা নেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় স্বাধীনতা দেওয়া হয়েছে।