নিজস্ব প্রতিবেদন : বন্ধ ট্রেন। বন্ধ ক্লাস। এই অবস্থায় পশ্চিমবঙ্গে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়াটা কতটা যুক্তিযত? মঙ্গলবার সুপ্রিম কোর্টে ইউজিসি-র সিদ্ধান্ত নিয়ে এমনই প্রশ্ন তুলে ধরল রাজ্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন রাজ্য সর্বোচ্চ আদালতে জানায়, রাজ্যগুলির সঙ্গে পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনও আলোচনাই করেনি ইউজিসি। এদিকে রাজ্যগুলোই জানে আসল পরিস্থিতি। তাছাড়া প্রতিটা রাজ্যের জন্য একই নিয়মও যুক্তিযত নয়, কারণ প্রত্যেকের করোনা পরিস্থিতি আলাদা।


রাজ্যের তরফে আরও বলা হয়, ইউজিসির কাজ দেখে মনে হচ্ছে এটা যেন ২০১৮-১৯। আমাদের মনে রাখতে হবে এটা সাধারণ পরিস্থিতি নয়, আমাদের জনগণের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। 


এদিন রাজ্যের তরফে মনে করিয়ে দেওয়া হয় যে, এটি শুধু শিক্ষার প্রশ্ন নয়, জনগণের স্বাস্থ্যেরও প্রশ্ন। পরীক্ষা হলে স্বাস্থ্য রক্ষায় ইউজিসি কী করবে সে ব্যাপারে আদালতকে কিছুই জানায়নি। 


অন্যদিকে বাংলার শিক্ষক সংগঠনের আইনজীবীও এদিন তাঁর আর্জি পেশ করেন। সেখানে বলা হয়, ৬ জুলাইয়ের ইউজিসি গাইডলাইন অপরিবর্তনশীল নয়। বর্তমান পরিস্থিতিতে ৩০ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক করা অযৌক্তিক।


শিক্ষক সংগঠনের বক্তব্য, পশ্চিমবঙ্গে নিজের কলেজে পরীক্ষা হয় না। অন্য কলেজে পরীক্ষার সিট পড়ে। সেখানে যেতেও তো ট্রেন-মেট্রো ইত্যাদি পরিবহণ দরকার। কিন্তু সবই তো বন্ধ। পরীক্ষার্থীরা সেক্ষেত্রে যাতায়াত করবে কী করে?


এছাড়া প্রত্যন্ত্য এলাকার কথা মনে করিয়ে বলা হয় বিভিন্ন স্কুল-কলেজ এখন আমপান ত্রাণ শিবির। সেখানেও পরীক্ষা অসম্ভব। অনলাইন পরীক্ষাও অবাস্তব। সংগঠনের দাবি, এভাবে পরীক্ষা নেওয়া হলে অনেকেই দিতে পারবে না।


আরও পড়ুন : PM-CARES থেকে জাতীয় বিপর্যয় ফান্ডে টাকা ট্রান্সফার নয়: সুপ্রিম কোর্ট