নিজস্ব প্রতিবেদন:  ২৪ঘণ্টার খবরের জের। চাপে পড়ে রিষড়াকাণ্ডে অভিযুক্ত সাহিদ হাসান খানের বিরুদ্ধে  নিগৃহীতার এফআইআর নিল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ২৪ ঘণ্টার খবরের জের, রিষড়াকাণ্ডে রিপোর্ট তলব শিক্ষামন্ত্রীর


এদিকে, হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির কাছ থেকে রিপোর্ট তলব করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রিপোর্ট পাওয়ার পই এবিষয়ে যথাযথ ব্যবস্থাগ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। আপাতত অভিযুক্তের সদস্যপদ খারিজ করা হয়েছে। রাজ্য নেতৃত্বের চাপে পড়ে জিএস পদ থেকে পদত্যাগ করেছেন অভিযুক্ত সাহিদ হাসান খান।


আরও পড়ুন: ধর্ষণের মামলা তুলে নিতে চাপ, ৪ মাস প্ল্যাটফর্মেই ঠাঁই দৃষ্টিহীন তরুণীর


বৃহস্পতিবার দিনভর রিষড়ার বিধান কলেজের ইউনিয়ন রুমের মধ্যে ছাত্রীর শ্লীলতাহানি ও মারধরের ঘটনার সিসি ফুটেজ ঝড় তোলে। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে তৃণমূল পরিচালিত ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। গত ৪ জানুয়ারির এই ঘটনার পর অতিরিক্ত পুলিস সুপারের কাছে অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতা ছাত্রী। কিন্তু তাতেও কাজ হয়নি। অভিযুক্তের বাবা রিষড়া পুরসভার উপ-পুরপ্রধান হওয়ায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন নিগৃহীতা। সেই খবর সম্প্রচারিত হয় ২৪ ঘণ্টায়। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন।