নিজস্ব প্রতিবেদন:  সাতসকালে গাছের মাথায় চোখ যেতেই থমকে যাচ্ছেন পথ চলতি মানুষ। চোখেমুখে অদ্ভূত একটা কৌতুহলের ছাপ। কিছুটা গুজগুজ, ফিসফিস... এমন জীব বাপু এর আগে দেখেনি!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভোররাতে মেয়ে কাঁদছে, কে সামলাবে? স্বামীর সঙ্গে বচসার জেরে চরম সিদ্ধান্ত বধূর



বৃহ্স্পতিবার সকালে ‘অদ্ভূত’ দর্শন জীবের সাক্ষী থাকলেন মালবাজারের ডামডিম এলাকার বাসিন্দারা। একটি বাড়ির উঠোনে সুপারি গাছটি রয়েছে। ওই বাড়ির মালিকই আগে বিষয়টি খেয়াল করেন। সুপরি গাছটিকে নড়তে দেখেই উপরের দিকে তাকান তিনি। তখনই ওই দুটি জন্তুকে দেখতে পান।


আরও পড়ুন: খাটের নিচে দুটো দেহ, ওপরে শুয়ে ঘুমোল খুনি!


খবর চাউর হতেই লোক জমতে শুরু করে এলাকায়। পথ চলতি সাধারণ মানুষও দাঁড়িয়ে পড়েন জন্তুটিকে দেখতে।


আরও পড়ুন:  মাধ্যমিকে প্রশ্নপত্রের উত্তর তৈরি করে দেওয়া হত ফার্স্ট বয়কে! অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে



প্রত্যক্ষদর্শীদের দাবি, জন্তুটিকে দেখতে অনেকটা চিতাবাঘের মত হলেও মুখটা সূচাল। লেজও অনেক বড়। একটি সুপারি গাছ থেকে আর একটি সুপরি গাছে মাঝে মধ্যে লাফালাফিও করছে তারা। ঘটনাস্থলে মালবাজার বনদফতরের কর্মীরা।