ওয়েব ডেস্ক: ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু । হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ । আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিসের। মেদিনীপুর কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী। মৃতার বাড়ি কাঁথিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরে। শনিবার সকাল দশটা সাড়ে দশটা নাগাদ মেদিনীপুর কলেজের ছাত্রী রচনা দাসের  ঝুলন্ত দেহ উদ্ধার হয় কলেজের হস্টেলে। কাঁথির বাসিন্দার রচনা দাস কেমিস্ট্রির প্রথম বর্ষের ছাত্রী। শুক্রবার সেকেন্ড সেমেস্টারের ফল বেরিয়েছে। কলেজের অন্যান্য ছাত্রীদের অভিযোগ নম্বর কম পাওয়ায় আত্মঘাতী হয়েছে রচনা।


তাদের আরও অভিযোগ, টিউশন না পরলে কলেজের কয়েকজন নির্দিষ্ট শিক্ষক পড়ুয়াদের পরীক্ষায় কম নম্বর দেন। রচনা দাসের ক্ষেত্রে সেই ঘটনাই ঘটেছে। তবে এধরণের সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন কলেজের প্রিন্সিপাল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস । মৃত্যুর কারণ জানতে সমস্ত রকম অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।


দিল্লির কাছে হারল পুনে কিন্তু রেকর্ড করলেন মহেন্দ্র সিং ধোনি


ফ্লিপকার্টের বিগ টেন সেলে আকর্ষণীয় ছাড়